চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৭

যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বিবিসি জানায়, শনিবার রাতের এই হামলায় জড়িত সন্দেহভাজন একজনকে খুঁজছে স্থানীয় পুলিশ।

তবে স্থানীয় প্রশাসন বলছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, একটি বিচ্ছিন্ন ঘটনা।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটেছে বলে তাদের জানানো হয়। তারপরে আরও কয়েকদফা ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

হামলায় আহত একজন নারী এবং এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৫ জন শঙ্কামুক্ত।

পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট স্টেভ গ্রাহাম বলেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, গোয়েন্দারা কয়েকটি প্রশ্ন সামনে রেখে তদন্ত করছে। নিয়মিত নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সশস্ত্র গার্ড মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হারস্ট স্ট্রিটে সমকামীদের একটি গ্রাম রয়েছে। সেখানে চীনা কোয়ার্টারও রয়েছে। ক্লাব এবং বার থাকায় রাতভর এলাকাটি ব্যস্ত থাকে। ধারণা করা হচ্ছে, গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে ছুরি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।