চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যশোরে ডায়রিয়ার প্রকোপ

যশোরে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। গত ১০ দিনে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন ৫ শতাধিক আক্রান্ত রোগী।

প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এখন শুধু ডায়রিয়া আক্রান্ত রোগী আর তাদের স্বজনদের ভিড়। আড়াইশ’ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন ৩০ থেকে ৫০ জন রোগী।

সদর ও যশোর পৌরসভা এলাকা থেকেই আসছেন অধিকাংশ রোগী । তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

যশোর মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ৫টি। এ অবস্থায়  চিকিৎসা নিতে এসে রোগীরা ঠাঁই নিচ্ছেন বারান্দায় কিংবা ওয়ার্ডের মেঝেতে।

এতো সীমাবদ্ধতার মাঝেও সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।