চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ময়লার ভাগাড়ে অনন্য ফুলের বাগান

নরসিংদীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ময়লার ভাগাড়কে ফুলের বাগানে রূপান্তর করেছে জেলা প্রশাসন। যে রাস্তা দিয়ে মানুষ নাকে হাত দিয়ে চলাচল করত এখন সেখান থেকে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে।

পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

নরসিংদী উপজেলা পরিষদের নিকটে এই ফুল বাগানের জায়গাটি ছিল ময়লা ফেলার ভাগাড়। দুর্গন্ধ ও দূষণ ছড়াতো। ভাগাড় তুলে দিয়ে গতবছর এখানে ফুল বাগান করার কাজ শুরু করে জেলা প্রশাসন। এতে অসহনীয় বায়ু দূষণ থেকে মুক্তি পেয়েছে শহরবাসী। পাশাপাশি বেড়েছে সৌন্দর্য, উন্নত হচ্ছে নাগরিক রুচিবোধ।

ফুল বাগানে বেঁচে থাকে উপকারী কীট পতঙ্গ। এরকম আরো কয়েকটি ফুল বাগান গড়ে তোলার দাবি সৌন্দর্যপ্রেমীদের।

শুধু একটি নয় শহরে এরকম ৫টি বাগান তৈরি করেছে প্রশাসন। আরো বাগান ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন জেলা প্রশাসক। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বাগান গড়ে তুলছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে