চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ময়মনসিংহ সিটির ভোট ৫ মে

সব কেন্দ্রে ইভিএম

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। 

তফসিল অনুযায়ী ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১০ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।

প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ই এপ্রিল।

এ নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোট হবে বলেও জানিয়েছে ইসি।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

২০১৮ সালের ২ এপ্রিল দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পায় ময়মনসিংহ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাবের অনুমোদন করা হয়।

গত ২৪ জানুয়ারি ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার আইনী বাধ্যবাধকতা রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড রয়েছে।