চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

শেখ মহিউদ্দিন আহাম্মদ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত জারিফ নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জারিফ ময়মনসিংহের শিকারীকান্দা গ্রামের মো.আরিফ মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান: ডেঙ্গু জ্বর নিয়ে জারিফ শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরপরই মৃত্যু হয় তার।

এর দুই দিন আগে সে গাজীপুরে চিকিৎসা নিয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিতে বলেন। কিন্তু জারিফের পরিবার শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে শিশুটিকে। এরপরই মৃত্যু হয় তার।

এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ হাজার ১৪২ জন রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত জারিফসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।