চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ম্যারাডোনা নয়, রামোসের সেরা মেসি

ইটের জবাব পাটকেলেই দিলেন সার্জিও রামোস। ডিয়েগো ম্যারাডোনার মন্তব্যের জবাব দিতে ক্লাব ‘শত্রু’লিওনেল মেসিকেই পাশে টানলেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তির চেয়ে এলএম টেনকেই এগিয়ে রাখছেন স্প্যানিশ অধিনায়ক।

কয়েকদিন আগেই রামোসকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন ম্যারাডোনা। রিয়াল অধিনায়কের চেয়ে ভালো ডিফেন্ডার হিসেবে উরুগুয়ে ও অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক ডিয়েগো গোডিনকে এগিয়ে রেখেছিলেন তিনি।

গ্রুপপর্বে স্পেন-উরুগুয়ের প্রথম ম্যাচের পর ম্যারাডোনা বলেছিলেন, গোডিনের মতো মাঠে ভালো ছিলেন না রামোস।

ম্যারাডোনার মন্তব্য ভালোভাবে নেননি রামোস। তার জবাব দিতে তাই ক্লাবের ‘প্রবল প্রতিদ্বন্দ্বী’ মেসিকেও বেছে নিতে দ্বিধা করেনি। বার্সেলোনা সুপারস্টারের সঙ্গে ম্যারাডোনার তুলনা করেই জবাবটা দিয়েছেন। আর্জেন্টিনার ইতিহাসে ম্যারাডোনার চেয়ে তিনি অনেক এগিয়ে রেখেছেন মেসিকে।

ইরানের বিরুদ্ধে স্পেন ১-০ গোলে জেতার পর রামোস বলেন, ‘আর্জেন্টাইনরা জানেন, তাদের দেশের ইতিহাসে কে এগিয়ে। তবে আমার কাছে মেসিই এগিয়ে।’

ম্যাচ শেষে ইরানের ডিফেন্সিভ ফুটবলের সমালোচনাও করেছেন রামোস। বলেছেন, ‘তারা সময় নষ্টের সিদ্ধান্তই নিয়েছিল। তবে আমরা ভিন্ন পথে হলেও জেতার চেষ্টা করেছি।’

‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে পর্তুগাল। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তিনে থাকা ইরানের পয়েন্ট তিন। দুই ম্যাচের দুটিতে হেরে খাতা শূন্য মরক্কোর। শেষ ম্যাচে এই মরক্কোই প্রতিপক্ষ স্প্যানিশদের।