চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যারাডোনা স্মরণে ‘নীরব’ হোম অব ক্রিকেট

শোকের প্রতীক হিসেবে পালন করা হয় এক মিনিট নীরবতা। শ্রদ্ধায় নত থেকে করা হয় স্মরণ। ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বাংলাদেশের ক্রিকেট সেভাবেই জানাল শেষ শ্রদ্ধা। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরব থাকল মিরপুরের হোম অব ক্রিকেট।

টুর্নামেন্টের চার দলের ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল, মাঠকর্মী, বিসিবি পরিচালক, সাংবাদিক, বাদ যাননি কেউই। সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে।

ফুটবল মহাতারকার প্রয়াণে শোকে মাতম পুরো বিশ্ব। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনও এর বাইরে নয়। বুধবার রাতে ম্যারাডোনার মৃত্যুর খবর পেতেই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান।

জাতীয় ক্রিকেট দলের প্রায় সব সদস্যই তাদের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যারাডোনার মৃত্যু আরেকবার মনে করিয়ে দিল তিনি সব তারকাদেরই তারকা।