চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ছয় বছর এগিয়ে লিভারপুল

রালফের প্রতিক্রিয়া

‘এটা বিব্রতকর, হতাশাজনক, এমনকি অপমানজনক। আমাদের মেনে নিতে হবে যে, তারা এখন আমাদের চেয়ে ছয় বছর এগিয়ে আছে। যখন ইয়ূর্গেন ক্লপ এলেন তখন তারা ক্লাবে পরিবর্তন করেছেন এবং শুধু দল নয়, ক্লাব এবং শহরকে একটি নতুন অবস্থানে তুলেছেন। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে আমাদেরও এমনটা ঘটানো প্রয়োজন।’

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৪-০ গোলে ধরাশায়ী হওয়ার পর এভাবেই নিজ দলের বাস্তবতা তুলে ধরার চেষ্টা ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ র‍্যাঙ্গনিক।

ম্যাচের ৫ মিনিটে লুইস দিয়াজের গোল ম্যাচের চিত্র বদলে দিয়েছে বলে মনে করেন ম্যানইউ কোচ। ৩-৪-২-১ ফরমেশনে দল নামানোতে তিনি অবশ্য ভুল কিছু দেখছেন না।

‘আমি মনে করি না যে শুরুতে একটি ভিন্ন ফরমেশনে খেলা কিছু পরিবর্তন করেছে। প্রথম গোল হজম করাটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। সেটাই খেলাকে বদলে দিয়েছে।’

‘প্রথমার্ধে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। দ্বিতীয়ার্ধে আমরা সেন্টার ব্যাকে পরিবর্তন এনে জাডন সানচোকে নামিয়েছি। প্রথম ২৫ মিনিট আমাদের খেলা ভালো ছিল। মাঝে মাঝে বল নিয়ে চাপ প্রয়োগ করছিলাম। কিন্তু তৃতীয় গোলটি খেলাটা শেষ করে দেয়।’