চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেয়েদের ডিপিএলে নতুন চ্যাম্পিয়ন খেলাঘর

এক ম্যাচ হাতে রেখে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সানজিদা-নিগার-ফাহিমাদের হাত ধরে প্রথম শিরোপার স্বাদ পেল তেজগাঁওয়ের ক্লাবটি। তাতে মেয়েদের লিগে পাওয়া গেল নতুন চ্যাম্পিয়ন।

শনিবার বিকেএসপিতে লিগের শেষদিনে ট্রফি তুলে দেয়া হবে চ্যাম্পিয়ন দলের হাতে। গত তিন বছরের চ্যাম্পিয়ন-রানার্সআপ ট্রফিও তুলে দেয়া হবে সেই মঞ্চ থেকেই।

এবারের লিগে রানার্সআপ দল এখনও চূড়ান্ত হয়নি। ১২ ম্যাচে সমান ১৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি।

বৃহস্পতিবার রূপালি ব্যাংক শেখ রাসেলকে ৬ রানে হারিয়ে দিলে শিরোপা নিশ্চিত হয় খেলাঘরের। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২১। শিরোপার দৌড়ে থাকা অপর দলগুলোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান চার। শেষ রাউন্ডে তাদের টপকে যাওয়ার কোনো সুযোগই নেই অন্যদের।

গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী আর রানার্সআপ রূপালি ব্যাংক। এবার অংশ নেয় সর্বোচ্চ সংখ্যাক দল। ১০ দলের মাঝে লিগপর্ব হওয়ার পর সেরা পাঁচ দল নিয়ে হয় সুপার লিগ।