চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেহেরপুরে গাছে পেরেক মেরে প্রচারণা

মেহেরপুরে গাছে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার, পোস্টার ও সাইনবোর্ড। এই নির্মমতার কারণে শুকিয়ে মরে যাচ্ছে অনেক গাছ, নষ্ট হচ্ছে সৌন্দর্য। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে এ অপতৎপরতা বন্ধ করার কথা বলছে প্রশাসন।

মেহেরপুরের প্রধান সড়কের দ’পাশের বৃক্ষগুলোর ওপর চলছে এক ধরনের নির্মমতা। এক একটি গাছে পেরেক ঠুকে টানানো হচ্ছে অসংখ্য ব্যানার, পোস্টার ও সাইনবোর্ড। লাগানো হচ্ছে রাজনৈতিক প্রচারপত্রও। এতে বৃক্ষের বাকল শুকিয়ে যাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে বাড়-বাড়ন্তি। পচন ধরে ধীরে ধীরে শুকিয়েও যাচ্ছে গাছগুলো।

পেরেক ঠুকে সাঁটানো এসব ব্যানার সাইনবোর্ডে ঢেকে যাচ্ছে সবুজ। পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত এ নির্মমতা বন্ধের দাবি সচেতন সমাজের।

অসংখ্য পেরেক লাগানোর কারণে বৃক্ষের স্বাভাবিক খাবার সংগ্রহ ও সরবরাহ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে-বলছেন এ বিশেষজ্ঞ।

গাছে পেরেক বা ধাতব জিনিস দিয়ে সাইনবোর্ড, ব্যানার ফেস্টুন লাগানো অপরাধ। এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলছেন জেলা প্রশাসক।

পাশাপাশি এই নির্মমতা বন্ধে জনসচেতনতা গড়ে তোলার তাগিদ তার।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: