চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির বার্সা ছাড়া হবে ‘ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা’

সেই কৈশোরে পা পড়েছিল বার্সেলোনায়। পরে একে একে ন্যু ক্যাম্পে পার করেছেন ২০টি বছর। বার্সা এবং মেসি, দুই নাম কখনো আলাদা হবে কিনা তা নিয়ে একটা সময় বাজী ধরতেও দ্বিতীয়বার ভাবত মানুষ। সবাই ভাবতেন প্রিয় ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শেষ করবেন আর্জেন্টাইন মহাতারকা।

সবাইকে অবাক করে সেই মেসিই বার্সা থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রিয় ক্লাব যেন ক্রমেই ‘অপ্রিয়’ হয়ে উঠেছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের কাছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ব্যুরোফ্যাক্সের মাধ্যমে গত ২০ আগস্ট মেসির বার্সা ছাড়ার ইচ্ছার কথা ঘোষণার পর কাঁপুনি লেগেছে ফুটবল বিশ্বে। বেশিরভাগই মনে করছেন এরচেয়ে ভালো বিদায় প্রাপ্য ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের।

সবাই আবার ওই দলে নন। স্প্যানিশ সাংবাদিক এডু আগুয়েরো যেমন বলছেন, মেসি বার্সা ছাড়লে সেটা হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।

স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘এল চিরিংগুইতা দে ইয়ুগোনেস’তে আগুয়েরো বলেছেন, ‘আমার কাছে মেসির বার্সেলোনা ছাড়া হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।’

‘বার্সা ভক্তদের এটা প্রাপ্য নয়। মেসি সবাইকে ফাঁকি দিচ্ছে। এখন মেসির উচিৎ হবে একটা সংবাদ সম্মেলন করা এবং সবাইকে বলা ‘‘আমি কোথাও যাবো না, কারণ এখানে আমার অনেক স্মৃতি আছে।’’ মেসি তখনই যাচ্ছে যখন বার্সার নৌকা ডুবতে বসেছে। তার এখন মোটেও ক্লাব ছাড়া উচিৎ নয়।’