চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেরকেলের ফোনেও আড়ি পেতেছিল ওবামা প্রশাসন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ফোনেও আড়িপেতেছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র সফররত অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের দু’জনের ফোনেই ওবামা প্রশাসন আড়ি পেতেছিল। অনেক অমিলের মধ্যেও এই বিষয়ে দুই নেতার মধ্যে মিল আছে বলে দাবি করেন তিনি।

বিবিসি সূত্রে জানা যায়, সফরকারী জার্মান চ্যান্সেলরের সঙ্গে ট্রাম্পের বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক এবং ন্যাটো প্রসঙ্গ গুরুত্ব পায়।

পরে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ফোনে আড়ি পাতা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এসময় ন্যাটোর প্রতি পূর্ণ সমর্থন জানালেও অন্য সদস্য দেশগুলোকে জোটের সামরিক ব্যয় সমানভাবে বহনের আহ্বান জানান ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ন্যাটোতে জার্মানির সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন মেরকেল। এছাড়া অভিবাসীদের প্রতি সদয় আচরণের পক্ষেও কথা বলেন তিনি।

উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে এসেছেন অ্যাঙ্গেলা মেরকেল। মঙ্গলবার তার এ সফরের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তা বাতিল করা হয়।