চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলিতে সহিংসতা, জরুরি অবস্থা জারি

চিলির রাজধানী স্যান্টিয়াগোতে মেট্রোরেলের টিকিটের দাম বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

বিবিসি জানিয়েছে, মেট্রোরেলের টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বেশিরভাগই হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার তাদের বড় একটি দল ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে হামলা চালায়। তারা স্টেশনের টার্নস্টাইল (টিকিট দিয়ে আনলক করা যায় এমন ঘূর্ণায়মান দরজা) টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়।চিলি-মেট্রোরেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-জরুরি অবস্থা

এছাড়াও রাস্তাঘাট বন্ধ করেও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। যার ফলে পুরো শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

চিলির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ফুটেজে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর ছুড়তে এবং অন্তত একটি বাস পোড়াতে দেখা গেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কয়েক জায়গায় কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করেছে।চিলি-মেট্রোরেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-জরুরি অবস্থা

বিশ্লেষকদের মতে, এই অস্থিতিশীলতাই চিলিতে বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক বিভেদ প্রকাশ করছে। ল্যাটিন আমেরিকার অন্যতম ধনী দেশ চিলি; কিন্তু সবচেয়ে বেশি অসমতাপূর্ণ দেশগুলোর একটিও এটি। পুরো চিলি জুড়েই দিন দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ বাড়ছে।চিলি-মেট্রোরেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-জরুরি অবস্থা

বিশেষ করে স্যান্টিয়াগোতে এর অভিযোগ সবচেয়ে বেশি। তাই দেশটিকে অর্থনৈতিক সংস্কারের দাবি চলছে বহুদিন ধরেই।