চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেক্সিকোতে মৃতদের প্যারেড

মেক্সিকোতে শুরু হয়েছে ডেড প্যারেড বা মৃতদের প্যারেড। স্থানীয় স্প্যানিশ ভাষায় একে বলা হয় ‘দিয়া ডে মুয়ের্তোস’।

রাজধানী মেক্সিকো সিটিতে ডেড প্যারেডের প্রথম দিনে নানা আকৃতি আর রঙে সাজানো গাড়ি, বেলুন, পুতুল আর ভাস্কর্য নিয়ে হাজির হয়েছিল কয়েকশ’ মানুষ। অংশগ্রহণকারীদের গায়ে ছিল নানা রঙের পোষাক আর ভূতুড়ে সব মুখোশ।

যাদের মুখোশ ছিল না তারা মুখসহ সারা শরীর রাঙিয়েছেন বিভিন্নভাবে। আঁকিবুকি আর ভূতুড়ে সাজে জমকালো হয়ে ওঠে ডেড প্যারেড।dead-parade

dead-parade5প্যারেডে নাচগানসহ নানারকম শারীরিক কসরত স্থান পেয়েছে। এবারের প্যারেডের অনুপ্রেরণা ছিল বিখ্যাত হলিউড চরিত্র জেমস বন্ড। কেননা জেমস বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র ‘স্পেক্টর’-এর শ্যুটিং মেক্সিকোতেই হয়েছে।dead-parade3

dead-parade4প্যারেড চলাকালীন পুরো সময়টায় দেখা যায়, জেমস বন্ড যখন তখন কঙ্কালের বেশে অপরাধীকে দর্শনার্থীদের ভীড়ের মধ্যে তাড়া করে বেড়াচ্ছে।dead-parade8

মেক্সিকানরা সাধারণত এই প্যারেডের পাশাপাশি ‘ডে অব দ্য ডেড’ নামের এই বিশেষ দিনটিকে মৃত স্বজনদের কবর বা ঘরে সাজানো মৃত স্বজনদের স্মৃতিচিহ্নের সামনে বসে পারিবারিক পিকনিক করে। এটি মেক্সিকোর এক অতি পুরনো ঐতিহ্য।dead-parade6

তবে এবার এর সঙ্গে জেমস বন্ড যুক্ত হয়ে উৎসবে নতুন মাত্র যোগ করছে এবং আরও বেশি পর্যটক আকৃষ্ট করছে বলে মনে করেন মেক্সিকো ট্যুরিজম বোর্ড’র প্রধান নির্বাহী লুর্দেস বেরহো।

ভিডিওতে দেখুন ডেড প্যারেডের এক ঝলক: