চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুড়ি মুড়কির মতো উইকেট তুলছে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতেও শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশ। মোস্তাফিজ, মিরাজ, সাকিবদের সম্মিলিত আক্রমণের মুখে টপাটপ উইকেট হারাচ্ছে সফরকারীরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কুয়াশা ভেজা সকালে মাঠে এসে ২০ ওভারের মধ্যেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। তখন উইন্ডিজের রান সবে ৪৯।

এদিনও শুরুর আঘাত হানেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে মিরাজের ক্যাচ হয়ে ফেরেন সুনীল আমব্রিস (৬)।

সেই মিরাজ জোড়া সাফল্য আনেন দ্রুতই। আরেক ওপেনার ওটলে (২৪) যখন বেশ এগোচ্ছিলেন, মিরাজ তাকে তামিমের তালুবন্দি করে সাজঘরের পথ দেখান। দুই বল বাদে তিনি বোল্ড করেন জশুয়া ডি সিলভাকে (৫)।

১৫তম ওভারে এসে আন্দ্রে ম্যাক্কার্থিকে বোল্ড করে উইন্ডিজের বিপদ বাড়িয়ে তোলেন গত ম্যাচে ৪ উইকেট নেয়া সাকিব।

রানের খাতা খোলার আগেই শান্ত-মুশফিক যুগলবন্দীতে কাইল মেয়ার্সকে রানআউট করে উইন্ডিজ ইনিংসের অর্ধেক সাইডবেঞ্চে বসিয়ে দেন টাইগাররা।

প্রথম ম্যাচে এ মাঠেই ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। এদিন জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে।