চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুশফিকের দেড়শ

ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ঢাকা টেস্টে বাংলাদেশকে সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে মুশফিক-লিটন জুটি। প্রথমদিনের করা ১৩৫ রানের সাথে এদিন মাত্র ৬ রান যোগ করে কাসুন রাজিথার চতুর্থ শিকার হয়ে ফিরে গেছেন লিটন। অন্যপ্রান্তে মুশফিকুর রহিম পেরিয়ে গেছেন দেড়শর মাইলফলক।

মঙ্গলবার সকালে লিটন আউটের পর আসেন দীর্ঘদিন পেরিয়ে দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ফিরে যান কোনো রান না করেই। পরে তাইজুলকে সঙ্গে নিয়ে নিজের ১৫০ পার করে নেন মুশফিকুর রহিম। অপরাজিত আছেন ১৬৪ রানে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তাইজুল ও খালেদ আহমেদ সাজঘরে হাঁটা দিয়েছেন। শেষ উইকেট জুটিতে ইবাদতকে নিয়ে এগোচ্ছেন মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৫০ রান।

দ্বিতীয় দিনে সকালে শুরুতেই দারুণ খেলতে থাকা লিটনকে ফেরান রাজিথা। মোসাদ্দেককে ফিরিয়ে জোড়া আঘাত হানেন, ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা পান।

আগেরদিন লিটন-মুশির ২৫৩ রানের ষষ্ঠ উইকেট জুটিতে ৫ উইকেটে ২৭৭ তুলে দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রথমদিন শেষে মুশফিক অপরাজিত ছিলেন ১১৫ রানে।