চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুশফিককে নিয়ে ‘চিন্তা’ নেই

টন্টন থেকে: মুশফিকুর রহিমের ডান হাতে বলের আঘাত চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে সেটা কেটে গেছে দ্রুতই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে রোববার সমারসেট কাউন্টি মাঠে ফিল্ডিং ও কিপিং অনুশীলন করেছেন মুশি। পুরোদমে ব্যাটিং না করলেও নেটে কিছুক্ষণ ড্রিল করেছেন মি. ডিপেন্ডেবল।

স্থানীয় সময় দুপুর ২টায় অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়ে যান, মুশফিক ভালো আছে। এখন কোনো সমস্যা নেই।

শনিবার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় মোস্তাফিজুর রহমানের ছোঁড়া বল মুশফিকের হাতের তালু ও কনুইয়ের মাঝামাঝি জায়গায় এসে লাগে। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে তার ঠিকানা হয় ড্রেসিংরুম। হাতে বরফ লাগিয়ে রাখেন দীর্ঘক্ষণ। বিকেলে করানো হয় স্ক্যান। রোববার সকালে রিপোর্টে জানা যায় হাতে চিড় নেই। তাতে সরে যায় দুশ্চিন্তার মেঘ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন মুশফিক। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১৯ আর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলেন ৪৪ রানের ইনিংস।