চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুন্সীগঞ্জে ৩৫ টি গরু নিয়ে পদ্মায় ট্রলার ডুবি

মুন্সীগঞ্জে এম.ভি. ঐশি নামের একটি লঞ্চের ধাক্কায় ৩৫টি গরু নিয়ে একটি ট্রলার পদ্মায় ডুবে গেছে। বুধবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত ৭টি গরু জীবিত উদ্ধার করা গেলেও অন্য গরুগুলোর ভাগ্যে কী হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

মাওয়া ফাঁড়ির ইনচার্জ এস.আই. মো. মোশারফ হোসেন জানান, ট্রলারে মো. বারেক ব্যাপারীর ৩০টি গরু ও নূর মোহাম্মদের ৫টি গরু ছিলো। গরুগুলো ট্রলারের সাথে বাঁধা ছিল। তাই সেগুলো সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্ত লঞ্চটির ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মো. বারেক ব্যাপারী জানান, তারা সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা যাচ্ছিলেন। পথিমধ্যে শিমুলিয়া ঘাটের কাছে এম.ভি. ঐশি নামের একটি লঞ্চ ট্রলারটির উপর উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ট্রলারটি ডুবে যায়। আশপাশের ট্রলার ও স্পীডবোট যেয়ে যাত্রীদের উদ্ধার করে। ৭টি গরুও উদ্ধার করে তারা।

দুর্ঘটনায় কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।