চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুজিব অলিম্পিয়াড ও আমার বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল

মুজিব অলিম্পিয়াড ও আমার বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে মুজিব অলিম্পিয়াডে সেরা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। একইসাথে আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সে সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগীতা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করবে।

তিনি জানান, নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৪ জুলাই’ এর মধ্যে পুরস্কার গ্রহন করতে পারবেন বিজয়ীরা।

মুজিব অলিম্পিয়াডে বিজয়ীরা হলেন:

১. মোঃ নাজীব আলম, ময়মনসিংহ ২. রাজলক্ষী মন্ডল, বরিশাল ৩. মোঃ মারজু আলম, ঢাকা ৪. আব্দুল্লাহির রাকিব আল হাসান, নেত্রকোণা ৫. সিফাত রাব্বি প্রিয়ম, ঢাকা ৬. মো: কামরুজ্জামান জারিফ, বগুড়া ৭. শেখ মাহের আনসারী মাহিম, ভোলা ৮. তালহা জুবায়ের, গাইবান্ধা ৯. মো: আতিকুল্লাহ, ময়মনসিংহ ১০. সাবিত ইবনে মোয়াজ, বরিশাল।

আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন:

১. সিদরাতাল মুনতাহা, নারায়ণগঞ্জ ২. ইসরাত জাহান নূর ইভা, ঢাকা ৩. বণিক বৈশ্য, ঢাকা ৪. মোঃ সাইফুল ইসলাম খান, ঢাকা ৫. চন্দ্রিকা মন্ডল, পিরোজপুর ৬. বিশ্বজিৎ সরকার, গোপালগঞ্জ ৭. এ এম এন আকিব, পটুয়াখালী ৮. শতদল বিশ্বাস, ঝালকাঠি ৯. হাবিবা সুলতানা বৃষ্টি, জয়পুরহাট ১০. দেওয়ান ফারিয়া তাসনিম, শরীয়তপুর ১১. মোসাম্মৎ তোহরা আক্তার তন্নী, নরসিংদী ১২. আফিদ নূর, ঢাকা।