চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ খান মারা গেছেন

মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুর রউফ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর ব্রেইন স্ট্রোকে ঢাকায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান তার জ্যেষ্ঠপুত্র। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

আব্দুর রউফ খান ১৯৪০ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে আনন্দমোহন কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। একই কলেজে তিনি লাইব্রেরিয়ান হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে ন্যাশনাল ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সংগঠকের ভূমিকা পালন করেন।

করোনা পরিস্থিতির কারণে তার দাফন নিজ গ্রামে সম্পন্ন করা সম্ভব হয়নি বলে তার পরিবার দুঃখ প্রকাশ করেছে।

আগামী শুক্রবার গ্রামে কোরআন পাঠ ও দোয়ার জন্য গুণগ্রাহী স্বজনদের অনুরোধ করা হয়েছে।