চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত আছে: ইইউ রাষ্ট্রদূত

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষণ করলেও কখনই কোন হস্তক্ষেপ করে না। কূটনীতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।

জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করলেও ইইউ কোন হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়া ছাড়াও বেশ কয়েকটি ইস্যুতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত। তবে বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।