চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, হামলার হুমকিতে নিরাপত্তা জোরদার

রাজধানীর মিরপুরে একটি বাসায় ভোররাত থেকে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজন জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিষ্ফোরকও উদ্ধার করে তারা। 

মিরপুর-১ এর শাহ আলী থানা এলাকার ওই বাসায় অভিযান শুরু হয় বৃহস্পতিবার ভোর থেকে। তা এখনো চলছে।

অভিযানের এক পর্যায়ে সাকালে ওই বাড়ি থেকে ৩ জেএমবি সদস্যসহ সাতজনকে আটক করে যৌথবাহিনী। এ সময় বোমা হামলার হুমকি দেয় বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা। এমন হুমকি পরিপ্রেক্ষিতে বাড়িটির আশেপাশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি অন্য ভবনগুলো থেকেও বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ। 

অভিযানস্থল থেকে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তিনজন জেএমবি সদস্য। বাকিদের পরিচয় এখনো মেলেনি। ৬ তলা বাসাটির একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস করছিলো তারা। অভিযানের সময় গ্রেনেড চার্জ করা হলেও সেসব অবিষ্ফোরিত থাকে। বাড়িটি থেকে বিপুল পরিমাণ বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে।

অভিযানের আগেই পুরো বাড়ি থেকে নিরাপদ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। মাত্র চারমাস আগে পাশের কলেজে পড়াশোনার কথা বলে বাসাটি মেস হিসেবে বসবাসের জন্য ভাড়া নেয় জঙ্গিরা।