চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিনা ট্র্যাজেডি: নিকটাত্মীয়দের ডিএনএ টেষ্টের অনুরোধ

সৌদি আরবের মিনায় হজ পালন করতে গিয়ে পদদলিত হয়ে নিহত ও নিখোঁজ হাজিদের রক্তের সম্পর্কের কেউ সৌদি আরবে অবস্থান করলে তাদের যে কোনো একজনকে মক্কায় অবস্থিত আল-নুর হাসপাতালে ডিএনএ টেষ্টের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।

সৌদি গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সল আল-জাহরানির বরাত দিয়ে বলা হয় ইতিমধ্যেই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মিনা দুর্ঘটনায় আহত ও নিহতদের ডিএনএ প্রোফাইল তৈরী সম্পন্ন করেছে।

মিনা দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশী হাজির সংখ্যা এ পর্যন্ত ৪৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৪২ জন হাজি।