চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মা ও ছেলে হত্যায় প্রধান অভিযুক্ত জনি আটক

রাজধানীর কাকরাইলে গৃহবধূ শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওন হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আল-আমিন জনিকে গোপালগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যার দায় স্বীকার করেছে।

বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং’এ বিস্তারিত জানানো হবে।

এই ঘটনায় জড়িত সন্দেহে এর আগে গৃহকর্তা আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী অভিনেত্রী শারমিন মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশ ধারণা করছে, মুক্তার ভাই জনি ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।

বুধবার সন্ধ্যায় ভিআইপি রোডের ব্যবসায়ী আব্দুল করিমের ছয় তলা বাসার পাঁচতলা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের সময় গৃহকর্তা আব্দুল করিম বাসায় ছিলেন না।

ওই বাসার নিরাপত্তাকর্মী পুলিশকে জানায়, এক ভাড়াটিয়ার অনুরোধে পানির পাম্প ছাড়তে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে।

ব্যবসায়ী করিমের তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে বিদেশে পড়াশোনা করছে। নিহত ছোট ছেলে শাওন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিল।