চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাস্ক ধরে টানা নবজাতকের ছবি ভাইরাল

সদ্য জন্ম নেয়া এক শিশু চিকিৎসকের মাস্ক ধরে টানছে। সেই ছবিটা পুরানো। কিন্তু নতুন করে ওই ভাইরাল হয়েছে। আর সে ছবিতেই করোনা থেকে মুক্তি মেলার আশার বার্তা খুঁজছেন অনেকে।

নবজাতক কাঁদতে কাঁদতে সার্জিক্যাল মাস্কে টান দিতেই এক মুখ হাসি চিকিৎসকের। এই ছবি যখন তোলা হয়, তখন করোনাভাইরাসের অস্তিত্ব জানা যায়নি। কিন্তু সেই ছবিই এখন ভাইরাল হয়েছে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে: আবার কবে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে তার অপেক্ষায় সারা বিশ্ব। সবার চিন্তা, কবে বিদায় নেবে কোভিড।

সেই ক্যাপশনে এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের  স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামির। সঙ্গে লিখেছেন, আমরা সবাই চাই, যেন খুব তাড়াতাড়ি মাস্ক খুলে ফেলা যায়।