চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের কাজে দ্বিমুখী সমস্যায় এলাকাবাসী

স্যুয়ারেজ লাইন সংস্কারের জন্য রাজধানীর মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তার একাংশ বন্ধ আছে প্রায় তিন মাস। ওই এলাকাতেই মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের কাজে দ্বিমুখী সমস্যায় এলাকাবাসী। অরক্ষিত ফ্লাইওভারের ওপর থেকে যানবাহনে লোহার রড পড়ে দুর্ঘটনাও ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ, মূল ঠিকাদার থেকে সাব ঠিকাদার পর্যায়ে চলে যাওয়ায় কাজের গতি কমে গেছে।

মৌচাক মোড় থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তায় বছরের শুরুতে বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ শেষ হবার পরের মাসেই সিটি কর্পোরেশন শুরু করে স্যুয়ারেজ লাইন সংস্কারের কাজ। মাসের পর মাস ধরে খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগে এলাকাবাসী। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কাদা-পানিতে রাস্তা একাকার হয়ে যায়।

খোঁড়াখুঁড়িতে ক্ষতির মুখে পড়ছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশন আর ঠিকাদার এক মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন।

এলাকাবাসী বলছে, সড়কের উন্নয়ন হবে সেটা যেমন ঠিক কিন্তু সেই উন্নয়নের জন্য নগরবাসীকে যাতে কষ্ট পোহাতে না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: