চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মার্চে শুরু দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

গত ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এবার মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সূত্রে জানা গেছে, আগামী ১ মার্চ থেকে শুরু হবে ২৪ দলের এই লড়াই। দলগুলো তিনটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০১৬-১৭ মৌসুমের এই আসরের জন্য।

উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। ফতুল্লার আউটার স্টেডিয়ামে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে খেলবে ইয়াং পেগাসাস (এ)। বিকেএসপিতে অন্য ম্যাচে মুখোমুখি হবে গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও ওয়ান্ডারার্স ক্লাব।

অংশগ্রহণকারী দল:

গ্রুপ ‘এ’- ইন্দিরা রোড ক্রীড়া চক্র, গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, ইস্কাটন সবুজ সংঘ, আম্বার স্পোর্টিং ক্লাব, কলাবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, ইয়াং পেগাসাস-এ

গ্রুপ ‘বি’- ইয়াং ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, মাতুয়াইল ক্রিকেট একাডেমি, ফিয়ার ফাইটার ক্রিকেট ক্লাব, প্রান্তিক ক্রীড়া চক্র, নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি, রায়ের বাজার অ্যাথলেটিকস ক্লাব, ঢাকা ক্রিকেট একাডেমি

গ্রুপ ‘সি’- রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, রয়্যাল ক্রিকেটার্স, মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা ক্রীড়া সংঘ, গ্রিন লিফ ক্রিকেট একাডেমি, উদিতি ক্লাব, এক্সিয়ম ক্রিকেটার্স