চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্কারের উপস্থাপনায়ও আলোচিত অভিবাসী সঙ্কট

৮৯তম অস্কারের এবারের উপস্থাপক জিমি কিমেল একজন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক। অস্কার আসরে উপস্থাপনার সুযোগ পেয়ে ট্রাম্পকে নিয়ে রসিকতা করার সুযোগ হাতছাড়া করেননি জিমি কিমেল। তিনি অনুষ্ঠানের শুরুতেই বলেন, ‘অস্কার সরাসরি দেখছেন লক্ষ লক্ষ আমেরিকান এবং ২২৫টিরও বেশি দেশের মানু্‌ষ, যারা এখন আমাদের ঘৃণা করেন।’

এরপর তিনি বলেন, তিনি পুরো আমেরিকাকে একসাথে করছেন না বরং পুরো বিশ্বে যারা অনুষ্ঠানটি দেখছেন তারাই ভেঙ্গে যাওয়া আমেরিকাকে জুড়ছেন। আমেরিকান নাগরিকদের মাঝে এই ভেদাভেদ দূর করা সম্ভব পারস্পরিক আলোচনার মাধ্যমে।’

পুরো অনুষ্ঠানেই তিনি তার সূক্ষ্ম রসবোধ দিয়ে ট্রাম্পকে তিরস্কার করেন। ভুয়া খবরের প্রতি ট্রাম্পের ঝোঁকের বিষয়টিও তিনি তুলে ধরেন উপস্থাপনায়। এছাড়াও কোনো ব্যাপারে ট্রাম্প টুইট করলে সেটা কেমন হবে, সেটা নিয়েও রসাত্মক উপস্থাপনা করেন তিনি।

এবারই প্রথম অস্কারের মঞ্চে উপস্থাপনার দ্বায়িত্ব পালন করেছেন ৪৯ বছর বয়সী জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।