চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মারা গেছেন গ্রাম থিয়েটার সংগঠক সাঈদ হোসেন দুলাল

বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম প্রধান সংগঠক, সভাপতি মন্ডলীর সদস্য, লোক গবেষক, ঐতিহ্যবাহী নাট্যরীতির অন্বেষক, উপনিবেশ অবলেশ মুক্ত নাট্যরীতি বিনির্মানের নিরলস কর্মী সাঈদ হোসেন দুলাল মারা গেছেন। বুধবার সন্ধ্যায় রাজবাড়ির পুঠিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, ‘বিকেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দুলালকে পুঠিয়ায় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নাসিরউদ্দীন ইউসুফ প্রয়াত সাঈদ হোসেনের অবদানের কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দুলাল আমাদের গ্রাম থিয়েটার চর্চার অন্যতম প্রাণ ছিলেন। লোক গবেষণার সহায়তার জন্য বাংলাদেশ ও ভারতের অনেক বড় বড় অধ্যাপক তার কাছে আসতো। বাংলার লোকজ সংস্কৃতির রীতি সে অন্তরে লালন করেছে, সংরক্ষণ করেছে এবং সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। দুলালকে হারিয়ে গ্রাম থিয়েটার গভীর শূন্যতা অনুভব করছে।

এদিকে কাজী সাঈদ হোসেন দুলালের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।