চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মামলা জিতে সন্তানদের যৌথ কাস্টডি পেলেন ব্র্যাড পিট

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর সন্তানরা কার হেফাজতে থাকবে তা নিয়ে চলছিল মামলা। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হলো। মামলায় জিতে সন্তানদের যৌথ কাস্টডি পেলেন ব্র্যাড পিট।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দুজনকেই দেওয়া হয়েছে সন্তানদের অর্ধেক-অর্ধেক অধিকার। তাদের ছয় সন্তানের মাঝে একজন প্রাপ্ত বয়স্ক। বাকি পাঁচ নাবালক সন্তানের দেখাশোনা করতে পারবেন মা-বাবা দুজনেই।

মামলায় হেরে অ্যাঞ্জেলিনা জোলির দাবি করেছেন ক্যালিফোর্নিয়া কোর্টের কোড মানেননি বিচারক। অ্যাঞ্জেলিনার অভিযোগ উড়িয়ে ব্র্যাড পিটের আইনজীবী বলছেন, গত ছয়-মাস ধরে স্বচ্ছতার সঙ্গেই এই মামলার শুনানি চালিয়েছেন বিচারক। এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি ব্র্যাড পিট।

২০১৯-এর এপ্রিলে বিবাহবিচ্ছেদ হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। দীর্ঘ দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যাঞ্জেলিনা। তিন জনকে দত্তক নিয়েছেন। বিচ্ছেদের পরে সন্তানদের কাস্টডি নিয়ে মামলা করার সময় জোলি বলেছিলেন ব্র্যাড পিট সন্তানদের গায়ে হাত তোলেন। একারণে ব্র্যাড পিটের সঙ্গে সন্তানের অভিভাবকত্ব ভাগ করে নিতে চান না জোলি।