চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাদক বহনে ব্যবহৃত পথশিশুরাও হচ্ছে মাদকাসক্ত

রাজধানীতে মাদক বহনে ব্যবহৃত পথ শিশুরা নিজেরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। সার্বজনীন স্বাস্থ্য সেবার আওতায় মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে অঙ্গীকারাবদ্ধ সরকার। তাই সরকারি উদ্যোগে দফায় দফায় তাদের নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও কোমলমতি ওই শিশুরা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না।

১০ বছর বয়সী সবুজ। মায়া আর ভালোবাসা পাওয়ার আর্তি তার দুই চোখে। বাবা নেই। অসুস্থ মায়ের কাছ থেকেও মেলেনি ভালোবাসা। সেই থেকে ঘরছাড়া।

১২ বছরের আরেক শিশু জীবন যার জীবনটাই কাটছে পথে পথে। শীত-বৃষ্টি-রোদে ছায়া হয়ে স্নেহের পরশ বুলিয়ে দেবার কেউ নেই।

মাদক ব্যবসায়ীদের হাতে ব্যবহার হচ্ছে সবুজ আর জীবনের মতো পথ শিশুরা। কেবল ব্যবহৃতই হচ্ছে না, এক সময় নিজেরাও পা বাড়াচ্ছে মাদকাসক্তির অন্ধকার পথে।

কিন্তু নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে আবারও ফিরে আসছে সেই অনিশ্চিত জীবনে।

সংশ্লিষ্টরা বলছেন,পথ-শিশুদের রক্ষায় আশ্রয়-আবাসনের পাশাপাশি প্রয়োজন ভিন্ন ধারার পূনর্বাসন।

পথশিশুদের পুনর্বাসনে শিক্ষার পাশাপাশি প্রয়োজন ‘সাইকো স্যোশাল সাপোর্ট’ও। মনের গভীরে থাকা দীর্ঘদিনের নেতিবাচকতা দূর করলেই কেবল তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে বলছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: