চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাদকাসক্তদের শাস্তির আওতায় আনছে না ব্রিটিশ ফুটবল

ব্রিটেনে ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পেশাদার ফুটবলের সাথে জড়িত এমন ৮৮ জন ফুটবলারের শরীরে মাদক শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দ্য মেইল। এদের ১৫ জন ইংলিশ প্রিমিয়ার লিগে খেললেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ব্রিটিশ ফুটবল।

ডোপ টেস্টের বিস্তারিত থেকে জানা যায়, প্রিমিয়ার লিগে শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে ১২ জন মাদক হিসেবে কর্মক্ষমতা-বর্ধক নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছেন এবং একজনের ব্যাপারে এখনও তদন্ত চলছে।  তবে এখন পর্যন্ত কোনো ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের শরীরে রিটালিন এবং টেস্টোস্টেরন বুস্টার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন পাওয়া গেছে, যা কর্মক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক কার্যকর। এছাড়া লিগটির পরীক্ষিত খেলোয়াড়দের মধ্যে আরও কিছু নিষিদ্ধ মাদক যেমন মরফিন, গাঁজা এবং কোকেনের ব্যবহারও দেখা গিয়েছে।

তবে এ ব্যাপারে ব্রিটিশ অ্যান্টি-ডোপিং এজেন্সি আবার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের মতে, তাৎক্ষণিক অসুস্থতায় ওষুধ গ্রহণের নিয়ম এবং খেলোয়াড়দের থেরাপিউটিক ব্যবহারের ছাড় থাকার কারণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।