চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাছের হামলায় নিহত

মাছ শিকার করতে গিয়ে মাছের হামলায় নিহত হয়েছেন হাওয়াই দ্বীপের র‌্যান্ডি ল্যানেস। বিগ আইল্যান্ডের বোট নোঙর করার জায়গায় একটি সোর্ড ফিশ দেখে সেটিকে ধরতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন র‌্যান্ডি।

মাছটিকে ঘায়েলও করেছিলেন প্রায়। তবে মরিয়া হয়ে সোর্ড ফিশটি তার তলোয়ারের মত লম্বা-ধারালো ঠোট দিয়ে পাল্টা আঘাত করে। র‌্যান্ডির বুকে গেঁথে যায় সোর্ড ফিশের তীক্ষ্ম ঠোট।

প্রত্যক্ষদর্শীরা অচেতন র‌্যান্ডিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত র‌্যান্ডিকে (৪৭) ‘অত্যন্ত সাহসী’ বলে উল্লেখ করেন তার এক আত্মীয়। বন্দর এলাকার সবাই তাকে বেশ সমীহ করতো বলেও জানান তিনি।

র‌্যান্ডিকে আক্রমণ করা সোর্ড ফিশটির ঠোটসহ দৈর্ঘ্য ছিলো ৬ ফুট। এরমধ্যে তলোয়ারের মতোই সূঁচালো ঠোটটিই ছিলো ৩ ফুট।