চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাকে সঙ্গে নিয়ে মিমির প্রথম সংসদ দর্শন

মিমির মা বললেন, এই প্রথমবার মেয়ের জন্য ঢুকতে পারলাম। সে জন্য আমি ভীষণ গর্বিত এবং আনন্দিত

শীতকালীন অধিবেশনে সরগরম এখন ভারতের পার্লামেন্ট। সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার শীতকালীন অধিবেশন। যেখানে সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত যোগ দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তবে পার্লামেন্টে নিজের পদচারণা একা উপভোগ করেননি তিনি। এই যাত্রায় তার মা তাপসী চক্রবর্তী সঙ্গী হয়েছিলেন তার।

প্রথমবারের মত মা’কে সংসদ ঘুরে দেখাতে পেরে মিমির আনন্দ আর ধরে না যেন!

সোমবার অধিবেশন শুরুর আগেই মা তাপসী চক্রবর্তীকে পুরো সংসদ চত্ত্বর ঘুরে দেখিয়েছেন মিমি চক্রবর্তী। মেয়ের সুবাদে সংসদের মত স্থানে যেতে পেরে আপ্লুত হয়ে পড়েন তাপসী।

এসময় তিনি সংবাদমাধ্যমে বলেন, আমি খুবই খুশি। একজন মায়ের জন্য এর থেকে বেশি পাওনা আর কী হতে পারে? জনপ্রতিনিধি হয়ে মেয়ে অধিবেশনে বক্তব্য রাখছে, এটাই তো বড় কথা।

এছাড়াও সংসদ চত্ত্বর ঘুরে কেমন লাগল সেই প্রশ্নের জবাবে তাপসী চক্রবর্তী বলেন, দিল্লিতে এসে এর আগে তো সংসদ ভবনের বাইরে থেকেই ঘুরে গিয়েছি। কারণ সাধারণ মানুষ হিসেবে তো আর প্রবেশাধিকার সম্ভব ছিল না। তবে এই প্রথমবার মেয়ের জন্য ঢুকতে পারলাম। সে জন্য আমি ভীষণ গর্বিত এবং আনন্দিত।