চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তথ্যচিত্রে বিতর্কিত মাইকেল জ্যাকসন

মৃত্যুর প্রায় দশ বছর পেরিয়ে গেছে জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসনের। তবে মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা কোন অংশে কমে যায়নি। চলতি মাসেই প্রদর্শনী হবে সানড্যান্স চলচ্চিত্র উৎসব, যেখানে দুনিয়া মাতানো এই পপ সম্রাটকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’ প্রদর্শন করা হবে। কিন্তু তার আগেই সেটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

‘লিভিং নেভারল্যান্ড’ তথ্যচিত্রে দেখানো হয়েছে যে মাইকেল জ্যাকসন শিশুদের যৌন নিপীড়ন করতেন। এই অভিযোগ এর আগেও অনেকবার উঠেছে। তবে এই তথ্যচিত্রে যৌন নিপীড়নের শিকার বলে দাবি করছেন, এমন দুজনের সাক্ষাৎকার রয়েছে। দেখা গেছে দুই জন পুরুষ বলছেন, তাদের বয়স যখন সাত ও দশ বছর তখন মাইকেল জ্যাকসন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তারা।

১৩ বছর বয়সী এক কিশোর জ্যাকসনের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগের তদন্তের অংশ হিসেবে, ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার পুলিশ একবার ‘নেভারল্যান্ড’ নামে পরিচিত তার খামারবাড়িতে তল্লাসি চালিয়েছিল। সেই খামারবাড়িটির নামেই তথ্যচিত্রটির নামকরণ করা হয়েছে।

দুই পর্বের এই তথ্যচিত্রটি তৈরি করেছেন ড্যান রিড। এটি তৈরির পেছনে রয়েছে এইচবিও ও চ্যানেল ফোর-এর মতো বড় বড় নাম। মি. রিড, এইচবিও ও চ্যানেল ফোর যৌথভাবে তথ্যচিত্রটির প্রযোজক। তবে মাইকেল জ্যাকসনের পরিবার এই তথ্যচিত্রের দাবিকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করেছে।