চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মসজিদে সেলফি (দেখুন ছবিতে)

রয়টার্সের ফটোগ্রাফার আম্মার ওয়াদ গিয়েছিলেন জেরুজালেমের আঠারো শতকের পুরনো ঐতিহাসিক আল-আকসা মসজিদে। সেখানে গিয়ে তিনি দেখেন অনেকেই ওই মসজিদে এসে মেতে উঠছেন সেলফি তুলতে। সময়টা ছিলো পবিত্র রমজান মাস।

হাজার রকম মানুষের এই সেলফি তোলার সময়টা তিনি ক্যামেরাবন্দি করেন নিজের ক্যামেরায়। 

সেলফি যারা তুলছিলেন তারা ওয়াদকে বলেন, মসজিদে এসে এই সেলফি তোলাটা তাদের ব্যক্তিগত স্মারকচিহ্ন। একই সাথে যেসব আত্নীয়-স্বজন কখনো এই প্রাচীন স্থাপনায় আসতে পারেনি তাদের জন্যও একটা স্মারক।

দীর্ঘদিন ধরে আল আকসা মসজিদটিই ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে বিভেদের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই মসজিদটি পরিচালনা করছে ইসরায়েল। প্যালেস্টাইনের সেখানে প্রবেশ সীমাবদ্ধ। ছবিতে দেখুন আল-আকসা মসজিদে আসা দর্শনার্থীদের সেলফি ট্রেন্ড।

আল-আকসা মসজিদের স্মৃতি ধরে রাখতে চাইলে কয়েকজন বয়স্ক পুরুষ।
মসজিদের সাথে এক শিশুর সেলফি।
বাচ্চাদের সাথে এক পিতার মসজিদ সেলফি।
মসজিদের সামনে এক নারীর সেলফি তোলার প্রচেষ্টা।