চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মমতার মন্ত্রিসভায় নতুন মুখ যারা

দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শপথ নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন মমতা ব্যানার্জি। তাতে ৪২ জন মন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে নতুন মুখ ১৭ জন।

মন্ত্রিসভায় নতুনদের কার কোন দপ্তর: বিদ্যুৎ এবং অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। দমকল, আবাসন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পরিবহণ দপ্তরে শুভেন্দু অধিকারী, কারা প্রশাসনে অবনীমোহন জোয়ারদার, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে রবীন্দ্রনাথ ঘোষ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।

ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। গণশিক্ষা ও লাইব্রেরি দপ্তরের প্রতিমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী চূড়ামণি মাহাতো। পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী গুলাম রব্বানি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। কারিগরি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী অসীমা পাত্র। আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন জেমস কুজুর। শ্রম দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বে জাকির হোসেন। অনগ্রসর শ্রেণি উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তপন দাশগুপ্ত।

এর আগে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন মমতা। এ শপথ অনুষ্ঠানে যোগদেন দেশ-বিদেশের ৪০ হাজার অতিথি। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা।