চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মন্ত্রীপদ নিয়ে দলে অসন্তোষ নেই, আকার বাড়তে পারে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রীপদে থাকা না থাকা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই। মন্ত্রিপরিষদের আকার বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংসদ সদস্যদের শপথ শেষে অপেক্ষা নতুন মন্ত্রিসভার শপথের। গতকালই প্রকাশ পেয়েছে কারা হচ্ছেন মহাজোট তথা আওয়ামী লীগের সরকারের এবারের মন্ত্রী৷ তাতে দেখা গেছে, বাদ পড়ার তালিকায় আওয়ামী লীগেরই একাধিক হেভিওয়েট মন্ত্রী রয়েছেন। স্বভাবতই এ নিয়ে চলে আসা আলোচনা: ‘অসন্তোষ’।

অসন্তোষ তত্ত্ব খুব একটা আমলে নিচ্ছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেছেন: একজন বাদ পড়বেন, আরেক জন আসবেন। এটাই তো স্বাভাবিক। এ নিয়ে দলের মধ্যে কোন অসন্তোষ নেই। এটা গণতন্ত্র চর্চার অংশ।

ওবায়দুল কাদের বলেন: ‘একজন মন্ত্রী থাকবেন, তার বদলে আরেকজন আসবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে অসন্তোষের কিছু নেই। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে একজনের জন্য আরেকজনকে জায়গা ছেড়ে দিতে হয়।’

এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ কাউন্সিলের উদ্ধৃতি তুলে ধরেন। বলেন: ‘প্রয়োজনে আমাদের সাংগঠনিক অবস্থানেও পরিবর্তন আনা হয়। কাউন্সিল হয়…সেখানে নতুন নেতৃত্ব বাছাই করে কাউন্সিলররা। এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার অংশ। এমন প্র্যাকটিস আমরা করে থাকি।’

তবে, নতুন মন্ত্রিসভাকে এখনই চমক মানতে নারাজ আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা। তিনি বলেছেন: ‘আগে যারা ছিলেন সফলতার সঙ্গে কাজ করেছেন। এখন যারা আসছে তারা কেমন কাজ করবেন, দেখা যাক। তাদের কাজই বলে দেবে এটা চমক কিনা।’

রোববার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন। তাতে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী স্থান পেয়েছেন। আর বাদ পড়েছেন দশম সংসদের মন্ত্রিসভার ৩৬ জন সদস্য। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তাকে ৩৬ জনের তালিকায় ধরা হয়নি।

বাদ পড়ার তালিকায় রয়েছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ হেভিওয়েটরা। এছাড়া, নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি মহাজোটের শরিক ১৪ দলের কোনো নেতার।

আজ বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।