চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মনে পড়ে শহীদ জননী

শফি ইমাম রুমীর শহীদ হওয়ার কারণেই তাঁকে শহীদ জননীর মযার্দায় ভূষিত করা হয়

জাহানারা ইমাম একাধারে লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ, শহীদ জননী এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। জন্ম ৩ মে, ১৯২৯ বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ১৯৪৭ সালে লেডি ব্রেবোর্ন কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে বি.এ পাস করেন। ১৯৪৮ সালে ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯৫২ সালে ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমী মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুনের হয়ে গেরিলা অক্রমণে অংশ নেন। পরবর্তীতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। এরপর তার কোন খোঁজ পাওয়া যায়নি। রুমীর শহীদ হওয়ার কারণেই তিনি শহীদ জননীর মযার্দায় ভূষিত হন। ১৯৯৪ সালের ২৬ জুন মিশিগানের ডেট্টয়েট নগরীর সাইনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।