চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মধ্যপ্রাচ্যের যুদ্ধে হুমকির মুখে বিরল পাখি বেল্ড ইবিস

আইএস এর জঙ্গিরা পালমিরা নগর দখল করে ফেলায় সিরিয়ার উত্তরাঞ্চলের বিরল প্রজাতির পাখি বেল্ড ইবিসের বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা গেছে। গত সপ্তাহে এই পাখিগুলোর পাহারাদার যুদ্ধের জন্য পালিয়ে গেলে ৪ টির মধ্যে ৩ টি পাখিকে সংগ্রহ করতে পারলেও ১ টিকে পাওয়া যায়নি।

৪র্থ পাখিটির সন্ধান দিতে পারলে কর্তৃপক্ষ ১ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। লেবাননের পরিবেশ রক্ষার সমাজ সংস্থা বিবিসিকে জানায়,হারিয়ে যাওয়া মেয়ে পাখিটির নাম জেনোবিয়া। তিনি আরো বলেন, জেনোবিয়াই শুধু শীতের সময় অভিবাসনের জন্য ইউথোপিয়ায় যাওয়ার রাস্তা চেনে। একে ছাড়া অন্য পাখিগুলোকে ছেড়ে দেয়া যাবেনা। ফলে সিরিয়ার বন্যাঞ্চলে এই বিরল প্রজাতির পাখির বিলুপ্তি হয়ে যেতে পারে।

সংস্থাটির প্রধান আসাদ সেহরাল বলেন, যুদ্ধ বন্ধের জন্য সংস্কৃতি ও পরিবেশ হাতে হাত মিলিয়ে কাজ করলেও বিলুপ্ত হয়ে যাওয়া কোনো বিরল প্রজাতির পাখিকে ফিরিয়ে আনা সম্ভব নয়। বাকি ৩ টি পাখিকে ধরে রাখা হলেও সেগুলো কতোটা নিরাপদে আছে তা বলতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, ২০১২ সালে একটি সংকীর্ণ অঞ্চলে এই বিরল প্রজাতির পাখিটির  অস্তিত্ব পাওয়া গেছে।