চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল প্রতিবাদের মাধ্যম হিসেবে: সংস্কৃতিমন্ত্রী

মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল প্রতিবাদের মাধ্যম হিসেবে এবং আজও সেই প্রতিবাদের মাধ্যম হিসেবে পালিত হয় বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার বিকেলে চারুকলা পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন: স্বৈরাচারী শাসনের সময় যখন আমরা কথা বলতে পারতাম না, গণতান্ত্রিক ভাবধারায় মতামত প্রকাশ করতে পারতাম না, তখন প্রতিবাদের ভাষা হিসেবে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। অবিচার, অনাচার, কুসংস্কার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা এই সবের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে মঙ্গল শোভাযাত্রা করা হয়। আমরা আশা করছি প্রতি বছরের মত এ বছরও সুষ্ঠুভাবে এটি পালিত হবে।

তিনি আরও বলেন: মঙ্গল শোভাযাত্রা আমাদের নতুন মাত্রা যোগ করেছে, এটি এখন ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য। এটি আমাদের গর্বের বিষয়, তাই দেশবাসীর উচিৎ সেরকম অনুভূতি নিয়ে শোভাযাত্রাটি পালন করা।

এসময় দেশবাসীকে প্রতিটি গ্রাম, জেলায়, শহরে মঙ্গল শোভাযাত্রা করার আহ্বান জানান তিনি।