চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভয় পেয়েই জামিন দিচ্ছে না : আফরোজা আব্বাস

নির্বাচনি প্রচারণার সময় আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, আমার সাথে লাখ লোক দেখে সরকার ভয় পেয়ে

মির্জা আব্বাসকে জামিন দিচ্ছে না। আমার স্বামী মির্জা আব্বাস মাঠে নামলে কি অবস্থা হবে তা ভেবে সরকার আতঙ্কিত।

ভোট গ্রহণের সময় যতই এগিয়ে আসছে ভোটারদের কাছে যেতে ততই ব্যস্ত মেয়রপ্রার্থীরা। দক্ষিণ সিটিতে বিএনপিসমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস জামিন না পাওয়ায় প্রচারের মাঠে নেই। 

মির্জা আব্বাসের পক্ষে প্রচারে আজ তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন। আচরণ বিধি ভঙ্গের কোন ঘটনা দেখতে চাননা বলেও জানান তিনি।

দক্ষিণ সিটিতে আওয়ামী লীগসমর্থিত মেয়রপ্রার্থী সাইদ খোকন বলেছেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকায় নির্বাচনের সময় সেনা মোতায়েনের প্রয়োজন নেই। প্রচার চালানোর সময় আজ তিনি একথা বলেন।

সাঈদ খোকন আজ যাত্রাবাড়ি থেকে প্রচার শুরু করেন।  তিনি বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকায় সেনা মোতায়েনের প্রয়োজন নেই।তিনি বলেন, কোন মামলা ডায়েরির কথা আমরা শুনি নাই। নির্বাচনি পরিবেশ ভালো রয়েছে।

আফরোজা আব্বাসকে চাচি সম্বোধন করে তিনি তাকে সকল প্রকার সহায়তা করার আশ্বাস দেন। যেকোন প্রয়োজনে তাকে ফোন করতে পারবেন বলেও জানান সাইদ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আফরোজা আব্বাসও সাইদ খোকনকে ভাতিজা বলে ডাকেন।