চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভোলায় জলচর পাখি শুমারি শুরু

ভোলার উপকূলে জলচর পাখি শুমারি শুরু হয়েছে। পরিযায়ী পাখির আনাগোনা, এদের উপযোগী পরিবেশ ও বিরল প্রজাতির পাখির অবস্থান জানতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধিরা বঙ্গোপসাগর উপকূল পর্যবেক্ষণ করছেন।

পাখি শুমারির আট সদস্যের দল বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট থেকে ট্রলারে ইলিশা হয়ে সাগর মোহনায় রওনা দেন। আগামী ৭দিন ভোলা এবং এর আশপাশের চরগুলোতে পাখির আনাগোনা, এদের উপযোগী পরিবেশ এবং বিরল প্রজাতির পাখির অবস্থান পর্যবেক্ষণ করবেন।

শুমারির পাশপাশি পর্যবেক্ষকরা পাখি কমে যাওয়ার কারণ অনুসন্ধান এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার জন্য সচেতনতা বাড়াতেও কাজ করবে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন: প্রকৃতির অপার সৌন্দর্য্য এ পাখির সংখ্যা উপকূলীয় পরিবেশের ভারসাম্যের অন্যতম সূচক।

শুমারি শেষে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক জলচর পাখি শুমারি আইডব্লিউসিতে রিপোর্ট প্রকাশ করবে দলটি।