চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভোটারদের টাকা দেয়ার অভিযোগ, মুখোমুখি জায়েদ-নিপুণ

চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে শুরু হয়েছে দ্বিবার্ষিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। তবে দুপুর সাড়ে ১২টার দিকে ‘ভোটারদের টাকা দেয়ার অভিযোগ’ উঠে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

এদিন দুপুরে গণমাধ্যমকর্মীদের ডেকে জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আনেন নিপুণ। এসময় পাশেই দাঁড়িয়েছিলেন জায়েদ খান। তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই নিপুণের এমন অভিযোগ অস্বীকার করেন।

নিপুণ সাংবাদিকদের বলেন, আমি দু’বার নির্বাচন কমিশনকে অভিযোগ দিয়েছি যে ভোটারদের টাকা দেয়া হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার পাইনি। অনেক লোক আমাকে এসে বলেছে, জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছে। তাদের অভিযোগের প্রেক্ষিতেই আমি ভোট কেন্দ্রের ভেতরে এসে দাঁড়িয়েছি।

নিপুণ বলেন, আমার কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে, জায়েদ খান চাদরের নিচ থেকে টাকা বের করে ভোটারদের হাতে তুলে দিচ্ছে।

পাশে দাঁড়ানো জায়েদ এসময় সাংবাদিকদের বলেন, এই অভিযোগ অস্বীকার করছি। মিথ্যা একটি অভিযোগ এনে নির্বাচনের ইমেজ নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, ‘ভোটারদের টাকা নয়, নির্বাচনের ব্যাজ পরিয়ে দিচ্ছিলাম।’