চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভোটকেন্দ্রে মহাজোট-ঐক্যফ্রন্টের পাল্টাপাল্টি অবস্থানের ঘোষণা

একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনে ঐক্যফ্রন্ট নেতাদের ভোটকেন্দ্রগুলো পাহারা দেয়ার ঘোষণার পাল্টা জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তারা কেন্দ্র পাহারা দিলে আমরাও কেন্দ্র রক্ষা করব।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী পরিচালনা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আমাদের যারা প্রতিপক্ষ তাদের সব থেকে বড় হাতিয়ার ষড়যন্ত্র। তারা যে কোনো সময় ষড়যন্ত্রের ঘৃণ্য খেলায় মেতে ওঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচনে তারা কেন্দ্র পাহারা দেবে। আমাদের কেন্দ্র রক্ষা করতে হবে।

বাংলাদেশের মানুষ কি এত বোকা? তারা পাহারা দিতে আসবেন আমরাও কেন্দ্র রক্ষা করব।

ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন তারেক জিয়ার কথায় পরিচালিত হচ্ছেন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ড. কামাল হোসেন বিএনপির রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি এখন নির্বাচন করছেন না। তাহলে ওনার নেতা কে? পলাতক দণ্ডিত আসামি তারেক জিয়া। তারেক রহমানের নির্দেশে কামাল হোসেন সাহেব এখন কথা বলেন। তার নিজস্ব কোন কথা নেই। তারেক রহমানের নির্দেশে কামাল হোসেন পরিচালিত হচ্ছেন।

ড. কামালের পাশাপাশি ঐক্যফ্রন্টের অন্য নেতারাও পরিচালিত হচ্ছেন দাবি করে কাদের বলেন: তারেক রহমানের নির্দেশে কাদের সিদ্দিকী পরিচালিত হচ্ছেন, মাহমুদুর রহমান মান্না পরিচালিত হচ্ছেন, মোস্তফা মহসিন মন্টু পরিচালিত হচ্ছেন। হায়রে কি লজ্জা!

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন: বিএনপির মহাসচিব বলেছেন আওয়ামী লীগের ভরাডুবি হবে, তিনি আওয়ামী লীগকে ৩০ সিটের বেশি দিতে চান না! অথচ ৩০ সিট নিজেরাই পেয়েছেন ২০০৮ সালের নির্বাচনে।

এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ‘২৯-২৯’ বলে সাধারণ সম্পাদককে স্মরণ করিয়ে দেন।

মির্জা ফখরুলের এমন বক্তব্যকে অহংকারী উচ্চারণ হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন: আমরা কিন্তু ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে এত সিট দেবো, অত সিট দেব; এমন অহংকারী উচ্চারণ একবারও করিনি। ক্ষমতার মালিক স্বয়ং আল্লাহতা’লা, এরপর দেশের জনগণ। দেশের জনগণই ঠিক করবে কাকে কত সিট দেবে। ফখরুল ইসলাম আলমগীর আপনি কখন শিখলেন জ্যোতিষবিদ্যা?’ প্রশ্ন রাখেন কাদের।

এ সময় বিএনপি মহাসচিবকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: একবার ১০ সিট, একবার ২০ সিট আপনার নেত্রী তো কত দম্ভভরে বলেছিলেন আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ১০ বছর তো হয়ে গেছে। আল্লাহ যাকে রাখবে, জনগণ যাকে রাখবে আপনারা কি তাকে ঠেকাতে পারবেন? যত আস্ফালন করবেন ততই আপনাদের পতন হবে।