চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভেনেজুয়েলার ২ শীর্ষ কূটনীতিককে যুক্তরাষ্ট্রের ‘জবাবি’ বহিষ্কার

৪৮ ঘন্টার মধ্যে ভেনেজুয়েলার দুই শীর্ষ কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র বিভাগ এ কথা জানিয়েছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে দুই মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জবাবে পাল্টা এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র হেদার নোয়ার্ট এক বিবৃতিতে বলেন, নিকোলাস মাদুরো সরকারের কারাকাসে মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, হিউস্টনে ভেনেজুয়েলা দূতাবাসের চার্চ ডি’অ্যাফেয়ার্স এবং ভেনেজুয়েলান কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করে দু’দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

নিকোলাস মাদুরো ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে আবারও প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর অবরোধ জোরদার করে। এরই প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহের শুরুর দিকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে।

ভেনেজুয়েলা ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অবিচারের’ স্বীকার বলে অভিযোগ করে দেশটির কর্তৃপক্ষ।