চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভেতরে ভারত-ইংল্যান্ড লড়াই, বাইরে টাইগারদের অনুশীলন

বার্মিংহাম থেকে: এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে ভারত। আর স্টেডিয়ামটির আউটারে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। চার দিনের ছুটি কাটিয়ে ব্যাট-বলে শান দিতে নেমেছেন টাইগার স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটার। মঙ্গলবার এজবাস্টনেই বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপে টিকে থাকতে যে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তার আগে আজকের ম্যাচে বাংলাদেশ অবশ্যই চাইবে ভারতের জয়। পয়েন্ট টেবিলেরযে সমীকরণ তাতে ইংল্যান্ড হারলেই বাংলাদেশের লাভ!

কোচ-অধিনায়কের আলাপ

 

টানা তিন ম্যাচে উইকেট পাননি মাশরাফী বিন মোর্ত্তজা। ভারতের বিপক্ষে কীভাবে উইকেট নিতে হবে সে মন্ত্রই হয়ত টাইগার অধিনায়ককে দিচ্ছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ

 

বিশ্বকাপের পোস্টারবয় সাকিব আল হাসানের পিছু নিয়েছেন সৌম্য সরকার

 

ছুটির চার দিন টিম হোটেলেই কাটিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যরা ঘুরে বেড়ালেও এ অলরাউন্ডার ছিলেন পুরোপুরি বিশ্রামে। মাঠে এসে তাই ব্যাটিংয়ে নামতে তর সইছে না! সৌম্য সরকারের ব্যাট হাতে বাঁ-হাতে শ্যাডো করছেন এ তরুণ

প্রত্যাশা মটাতে পারছে না তামিম ইকবাল। ব্যাটে আসছে না বড় ইনিংস। আউট হয়ে যাচ্ছেন থিতু হয়ে। ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি তাই এ বাঁহাতি ওপেনারকে নিয়ে খুব সিরিয়াস

 

দুই হাতে দুটি ব্যাট নিয়ে নেটের দিকে ছুটছেন মুশফিকুর রহিম

 

কাফ মাসলের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাতে তুলে নিয়েছেন ব্যাট। নেটে নামার আগে খোলা জায়গায় ড্রিল সেরে নিচ্ছেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তাকে একাদশে পাওয়ার সম্ভাবনা বাড়ছে

ছবি: রতন গোমেজ, বিসিবি