চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভেঙ্গে ফেলা হচ্ছে মোনায়েম খানের বনানীর বাড়ি

রাজধানীর বনানীতে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলছে। ভাঙ্গা হচ্ছে সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের বনানীর বাড়ি ‘বাগ-ই-মোনায়েম’র অবৈধ অংশ।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএন‌সি‌সি) প্রধান প্রকৌশলী ব্রিগে‌ডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম বনানী কবরস্থানের সামনে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রি‌ফিং করেন। এরপর শুরু হয় আলো‌চিত উচ্ছেদ কার্যক্রম।

শুরু হওয়ার পর থেকে খুব দ্রুতগতিতে চলছে উচ্ছেদ অভিযান। অনেক আগে থেকেই এলাকায় কোন কোন স্থাপনা অবৈধ তা পর্যবেক্ষণে রাখা হচ্ছিল বলে জানায় ডিএনসিসি।banani2

সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, অবৈধ ১০ কাঠা অংশটুকু উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া মোনায়েম খানের বৈধ সম্পত্তির পরিমাণ ৫ বিঘা বলে জানিয়েছে সিটি করপোরেশন। তবে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ১০ কাঠা জায়গার সম্পত্তি দখল করে ছিলেন।

উচ্ছেদের পর রাস্তা নির্মাণের জন্য জায়গাটি খুলে দেয়া হবে বলে বলেও জানানো হয়েছে।