চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিয়ারিয়ালের কাছে ধরা খেল বায়ার্ন

তিন বছরেরও বেশি সময় ও ৩০ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে গোল পেল না বায়ার্ন মিউনিখ। আর পাঁচ বছর পর এই টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচে হারের স্বাদ পেল বাভারিয়ানরা।

বুধবার রাতে এস্টাডিও ডি লা সিরামিকা স্টেডিয়ামে হওয়া কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরে অঘটনের শিকার বায়ার্ন।

গোটা ম্যাচে ১২টি শটের ভেতর কেবল একটিই লক্ষ্যে রাখতে পেরেছিল ভিয়ারিয়াল। ৬২ শতাংশ সময় বল দখলে রাখা বায়ার্ন ২২টি শটের ভেতর ৪টি লক্ষ্যে রাখতে পারলেও পায়নি জালের দেখা।

৮ মিনিটের মাথায় ড্যানিয়েল পেরেজোর পাসে বাঁ পায়ের স্পর্শে বলের দিক বদল করে তা জালে পাঠিয়ে দেন ডাচ ফুটবলার আর্নাউত দানজুমা।

৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ফ্রান্সিস কোকেলিনের গোল ভিএআরের শরণাপন্ন হয়ে অফসাইডের বাঁশি বাজিয়ে রেফারি বাতিল করে দেন।

বিরতির পর ৫৩ মিনিটে জেরার্ড মোরেনোর দূরপাল্লার শট বারে লেগে ফিয়ে আসায় ভিয়ারিয়াল আবারো গোলবঞ্চিত হয়।

ছয় মিনিট পর কিংসলে কোমানের পাসে বল পেয়ে রবার্ট লেভান্ডোভস্কির ডান পায়ের শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি।

৬৬ মিনিটে আলফোনসো ডেভিসর শট প্রতিহত করেন রুলি। ৮২ মিনিটে লেরয় সানের শটও তিনি রুখে দেন।

খেলার ৮৭ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন আলফোনসো পেদ্রাজা। পোস্ট ফাঁকা পেয়েও তিনি শট জালে প্রবেশ করাতে ব্যর্থ হন।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। এক গোলের বেশি হজম না করায় ঘরের মাঠে কিঞ্চিত স্বস্তি নিয়েই নামতে পারবে বায়ার্ন।