চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাষা আন্দোলন স্মরণে জাতীয় ও স্থানীয় উদ্যোগ-৩

বাংলাদেশ জাতীয় জাদুঘরে ভাষা আন্দোলন গ্যালারির পরিসর বাড়ছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবগাথা জানাতে গ্যালারিটি আরো সমৃদ্ধ করছে জাদুঘর কর্তৃপক্ষ।

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে পরিভ্রমণ শুরু হয় বাঙালির আবহমান ইতিহাসের কালানুক্রমিক উপস্থাপনায়। এ যাত্রায় জাদুঘরের তৃতীয় তলায় স্বাধীনতা সংগ্রামের সূচনার দীপ্তিমান অধ্যায় ৫২’র ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ একটি গ্যালারি।

সেখানে আছে শহীদ শফিউর রহমানের গুলিবিদ্ধ রক্তমাখা কোট, শার্ট ও জুতা। আছে ভাষা আন্দোলনের মিছিলের আলোকচিত্রসহ বিভিন্ন নিদর্শন, যেগুলো সাক্ষ্য দিচ্ছে ভাষা আন্দোলনের সেই দিনগুলোর।

রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় কতটা রক্তাক্ত পথ পেরিয়ে আসতে হয়েছে সেই ইতিহাসকে তুলে ধরে আরো বড় পরিসরে সাজানো হবে ভাষা আন্দোলনের এই গ্যালারি বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক নূরে নাসরিন।

রাখা হচ্ছে বাংলা ও ইংরেজি ভাষায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা, যা বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস মানুষকে জানিয়ে যাবে যুগের পর যুগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: